প্রিন্ট এর তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিল আদালত া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
মানবতাবিরোধী অপরাধের
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে
পলাতক দেখিয়ে তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।আজ বুধবার
(১৭ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক
ট্রাইব্যুনাল-১ নিয়োগের এই আদেশ দেন। তবে আইনজীবীর নাম প্রকাশ করেননি ট্রাইব্যুনাল।
পরে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করা হয়।এ মামলায় আদালতে শুনানি
করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জয়ের সাথে সাবেক তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও এই মামলার আসামি। গতকাল তাকে
ট্রাইব্যুনালে হাজির করা হয়।ওয়াজেদ
জয় এবং পলকের বিরুদ্ধে জুলাই গণ-আন্দোলন চলার সময় ইন্টারনেট বন্ধ করে
আন্দোলনকারীদের হত্যার তথ্য আড়াল, হত্যাযজ্ঞে উসকানি, ষড়যন্ত্র ও সম্পৃক্ত থাকার
মতো মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে
আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
কার্যালয়।ওই দিনই আমলে নিয়ে ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
পরে গত ১০ ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনে জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি
প্রকাশের নির্দেশ দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় গতকাল মামলাটি শুনানিতে ওঠে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত