প্রিন্ট এর তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
আগামি শনিবার দেশে পৌঁছাতে পারে নিহত ৬ সেনা সদস্যের মরদেহা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সুদানে
সন্ত্রাসীদের হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায়
পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। দেশে
পৌঁছানোর পর যথাযথ মর্যাদায় তাদের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।বুধবার
(১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৩
ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী
ড্রোন হামলায় প্রাথমিকভাবে আটজন শান্তিরক্ষী আহত হন। পরে আরও একজন শান্তিরক্ষী আহত
হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ নয়জন। আহতদের
দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী
নাইরোবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনকে ছাড়পত্র দেয়া
হয়েছে। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।প্রসঙ্গত, গত ১৩
ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী
ড্রোন হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী মারা যান। আর আহত
হন ৯ জন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত