প্রিন্ট এর তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় ছুরিকাঘাতে ফারুক (১৮) নামে
এক যুবক খুন হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে আসলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে
কাজলা নয়ানগর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবক পেশায় টাইলস মিস্ত্রি। জানা যায়, নিহত
ফারুকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়েরাপুর গ্রামে। বর্তমানে
নয়ানগর এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. আলম।ফারুককে
হাসপাতালে নিয়ে আসা মো. সজিবসহ কয়েকজন যুবক জানায়, তারা ওই এলাকাতেই থাকেন।
সন্ধ্যার কিছু সময় আগে তারা দেখেন, নয়ানগর আলফালা মসজিদের গলিতে ফারুককে ১০-১৫ জন
কিশোর এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে। তাকে ছুরিকাঘাত করে সঙ্গে সঙ্গেই ঘাতকরা পালিয়ে
যায়। পরে তারা কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় ফারুককে হাসপাতালে নিয়ে এলে মারা যান।
তবে কিসের দ্বন্দ্বে ফারুককে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)
মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের বুকের ডান পাশে ও কোমড়ে ছুরিকাঘাত
রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের যাত্রাবাড়ী থানা
পুলিশকে ঘটনাটি জানান হয়েছে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত