প্রিন্ট এর তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
৩৫ বছর পর ইরাকে ইউরোপীয় বিমান চলাচল শুরুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
দীর্ঘ
তিন
দশকের
বেশি
সময়
পর
ইরাকের
রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম
কোনও
ইউরোপীয় বিমানের অবতরণ।
আজ
মঙ্গলবার (১৬
ডিসেম্বর) গ্রিসের এজিয়ান
এয়ারলাইন্সের পরিচালিত ওই
ফ্লাইটটি বাগদাদ
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ
করে।
মূলত
নিরাপত্তা শঙ্কায়
এতোদিন
মধ্যপ্রাচ্যের এই
দেশটিতে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো ফ্লাইট
পরিচালনা বন্ধ
রেখেছিল।সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, ৩৫ বছর
পর
প্রথমবারের মতো
কোনও
ইউরোপীয় এয়ারলাইনের যাত্রীবাহী উড়োজাহাজ বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ
করেছে।
মঙ্গলবার গ্রিসের এজিয়ান
এয়ারলাইন্স পরিচালিত একটি
ফ্লাইট
সেখানে
পৌঁছায়
বলে
জানিয়েছে ইরাকের
পরিবহন
মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক
বিবৃতিতে বলা
হয়,
এই
ফ্লাইটের আগমন
ইউরোপের বিমান
চলাচল
মানচিত্রে ইরাকের
প্রত্যাবর্তনের ইঙ্গিত
দিচ্ছে
এবং
দেশের
বিমান
পরিবহন
খাতে
পুনরুদ্ধারের নতুন
অধ্যায়ের সূচনা
করছে।সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, ৩৫ বছর
পর
প্রথমবারের মতো
কোনও
ইউরোপীয় এয়ারলাইনের যাত্রীবাহী উড়োজাহাজ বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ
করেছে।
মঙ্গলবার গ্রিসের এজিয়ান
এয়ারলাইন্স পরিচালিত একটি
ফ্লাইট
সেখানে
পৌঁছায়
বলে
জানিয়েছে ইরাকের
পরিবহন
মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক
বিবৃতিতে বলা
হয়,
এই
ফ্লাইটের আগমন
ইউরোপের বিমান
চলাচল
মানচিত্রে ইরাকের
প্রত্যাবর্তনের ইঙ্গিত
দিচ্ছে
এবং
দেশের
বিমান
পরিবহন
খাতে
পুনরুদ্ধারের নতুন
অধ্যায়ের সূচনা
করছে।এর
আগে
চলতি
বছর
গ্রিসের এই
এয়ারলাইনটি ইরাকের
উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে
ফ্লাইট
চালু
করে।
মূলত
এই
অঞ্চলকে অস্থির
ইরাকের
মধ্যে
তুলনামূলকভাবে স্থিতিশীল এলাকা
হিসেবে
দেখা
হয়।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত