প্রিন্ট এর তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে : সাইফুল হকা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
একাত্তরের পরাজিত
অপশক্তির যাবতীয় অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য
গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।তিনি
বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয়
রয়েছে। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই ঝুঁকিতে নিপতিত করা যাবে না।’আজ
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে
আলাপকালে তিনি এসব কথা বলেন।এ সময়
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন
মাহমুদ ও ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব, ঢাকা
মহানগর কমিটির আরিফুল ইসলাম আরিফ, শিল্পাঞ্চল কমিটির মোহাম্মদ সুমন, হালিম ভুইয়া ও
নান্টু দাশ উপস্থিত ছিলেন। এ
সময় সাইফুল হক বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও কেউ কেউ আমাদের বিজয়কে পরাজয়ের নিয়ে
যাওয়ার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ও তার গৌরবকে ছোট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরাজয়ের গ্লানিও এখনো ভুলতে পারেনি তারা। অন্যদিকে
গত ৫৪ বছরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে। এ কারণেই
দেশের জনগণকে গণ-অভ্যুত্থানে শামিল হতে হয়েছে।’বিপ্লবী
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে
যাদের আমরা ক্ষমতায় বসিয়েছি, বাস্তবে তারাও মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের চেতনাকে
ধারণ করতে পারেনি। বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে কখনো ধর্মের নামে, কখনো নানা মতাদর্শের নামে
নানাভাবে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বহুত্ববাদী সহিষ্ণু
সমাজে হিংসা, ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে।’তিনি
বলেন, ‘জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে। কিন্তু
স্বাধীন বাংলাদেশ অতীতে কোনো চরমপন্থা গ্রহণ করেনি, ভবিষ্যতেও গ্রহণ করবে না।’স্বাধীনতাবিরোধী
সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসির প্রতি তিনি আহ্বান জানান।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত