প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
লক্ষ্মীপুর পৌরসভার ১০
নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা
করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।পুলিশ নিহত
নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে
পাঠিয়েছে। ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে নাকি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত
হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।নিহতের স্বজন,
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা কয়েকজন
দুর্বৃত্ত ছাদ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা সরাসরি ছকিনা বেগমের কক্ষে
ঢোকে। এ সময় ছকিনা বেগম চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে
গুরুতর আহত করে পালিয়ে যায়।পরবর্তীতে
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার চিৎকার শুনে ঘরে গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা
বেগমকে উদ্ধার করে।প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর
হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে
তার মৃত্যু হয়।নিহত
ছকিনা বেগমের স্বামী সাফি উল্লাহ প্রায় দুই বছর আগে মারা যান। তাদের দুই সন্তান
বর্তমানে বিদেশে অবস্থান করছেন।স্বজনদের দাবি, ঘর থেকে কোনো
মালামাল বা টাকা লুট হয়নি। তাদের ধারণা, ডাকাতির সময় বাধা দেওয়ায় ছকিনা বেগমকে
কুপিয়ে হত্যা করা হয়েছে।লক্ষ্মীপুর
সদর থানার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা বা পরিকল্পিত
হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির সম্ভাবনাও তদন্ত করে দেখা
হচ্ছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এম এইছ / ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত