প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
দেশের প্রত্যেকটি মানুষের ভোটের ওপর দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন : পুতুলা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বিএনপি চেয়ারপারসনের ফরেন
অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে দলটির মনোনীত প্রার্থী ব্যারিস্টার
ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া
বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভোটের ওপর দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ বাংলাদেশের
স্বপ্ন। বিএনপিই পারে বাংলাদেশকে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে।’আজ বৃহস্পতিবার
(১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের সালামপুর
বাজারে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন ।তিনি বলেন,
‘যে বাংলাদেশে সরকার আমাদের বাচ্চাদের জন্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কর্মের
ব্যবস্থা করে দিবে, শিক্ষিত বেকার ছেলের জন্য ভাতার ব্যবস্থা করবে, কর্মসংস্থানের
জন্য ইকোনমিক জোন তৈরি করবে। সেই বাংলাদেশে
উন্নয়ন বলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন কে বলা হবে না। বিএনপি মনে করে বাংলাদেশের
উন্নয়ন মানে প্রতিটি ঘরের উন্নয়ন, প্রতিটি জনগণের জীবনমানের উন্নয়ন।’তিনি
আরও বলেন, ‘বিএনপি সারা বাংলাদেশে ১১ জন নারীকে সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতার
জন্য প্রার্থী ঘোষণা করেছেন যার ভেতর আমি একজন। বিএনপি এত বড় দায়িত্বভার আমার কাঁধে
তুলে দিয়েছে কারণ দল জানে ফারজানা শারমিন পুতুলের পায়ের নিচের মাঠি কতখানি শক্ত।‘পুতুল বলেন, ‘একমাত্র ধানের শীষ যাদের হৃদয়ে আছে তারাই পারে একটি পথসভাকে জনসভায়
পরিণত করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের দল বিএনপির আস্থা-বিশ্বাস ও ধানের
শীষের মতো মূল্যবান সম্পদ আপনাদের হাতে দিয়েছে। সেই সম্পদের রক্ষণাবেক্ষণ করে হাজার
গুণ মর্যাদা বৃদ্ধি করে দলকে ফিরিয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমি বিশ্বাস করি,
এই আসনের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে দলকে বিজয়ী করে সেই মর্যাদা
রক্ষা করবে।‘পথ সভায় আরো উপস্থিত ছিলেন—প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের ছোট ছেলে ইফতেখার
আরশাদ প্রতিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম ও যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ
প্রমুখ।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত