প্রিন্ট এর তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
তফসিল ঘোষণায় যা প্রতিক্রিয়া জামায়াতেরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত
জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা
আমাদের আশ্বস্ত করেছে, বলে জানিয়েছেন, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল
মাহবুব জুবায়ের।আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার
(সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণার পর দলটির পক্ষ
থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে (ইসি) গুরুত্বপূর্ণ
দায়িত্ব পালনের আহ্বান জানিয়েন এহসানুল মাহবুব জুবায়ের।মাহবুব জুবায়ের বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল
প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা ছাড়া
নির্বাচন অর্থবহ করার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই নেতা অভিযোগ
করেন, ‘অতীতে দেখা গেছে নির্বাচনের আগে অনেক বিষয়ে আশ্বস্ত করা হলেও নির্বাচন
সুষ্ঠু করা যায়নি। আশা করব আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে।’উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ঘোষিত তফসিল অনুযায়ী,
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। একই দিনে
গণভোটও অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি টানা সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত
ভোট গ্রহণ চলবে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত