প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
ধানের শীষকে বিজয়ী করে দেশ রক্ষা করতে হবে: তারেক রহমানা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, আগামী জাতীয় সংসদ
নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দেশ রক্ষা করতে হবে। আজ বুধবার (১০ ডিসেম্বর)
বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য
করেন। তিনি বলেন, উন্নয়ন ও মানবিক দেশ গড়তে আগামী নির্বাচনে জনগণের সমর্থন চায় বিএনপি।
ফ্যাসিবাদী সরকারের মতো দেশে বিএনপি আর কারো মানবাধিকার লঙ্ঘন চায় না বলে জানান তারেক রহমান।তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে মেগা প্রকল্প হাতে নেবে না বিএনপি; বরং স্বাস্থ্য,
শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেবে।
বিএনপি আগামী নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নেতাকর্মীদের জানাতে
৭ দিনের কর্মশালা আয়োজন করেছে। কর্মশালার চতুর্থ দিন আজ বুধবার অংশ নেন জাতীয়তাবাদী
যুবদল ও কৃষক দলের দায়িত্বশীল নেতারা। যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনা
দেন তারেক রহমান।বক্তব্যের শুরুতেই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কথা তুলে ধরে তারেক রহমান
বলেন, আওয়ামী লীগের সময় দেশে কোনো মানবাধিকার ছিল না। গুম, খুন, আর নিপীড়ন ছিল স্বাভাবিক
বিষয়। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সমাজকে স্বাবলম্বী
করবে বিএনপি। জনসংখ্যা নিয়ন্ত্রণে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি
খাতকে প্রাধান্য দিয়ে গড়ে তোলা হবে একটি উন্নত ও মানবিক রাষ্ট্র। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক
রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচনে তিনি জনগণের সমর্থন চান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবেশ
রক্ষায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। আর শিশুসহ সব বয়সী মানুষের জন্য পর্যাপ্ত
খেলার মাঠ তৈরি করা হবে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত