প্রিন্ট এর তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
টাঙ্গাইলে র্যাবের অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতারা
মোঃএরশাদ,, টাংগাইল সংবাদদাতা ||
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ নজরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পলাতক রয়েছে আরও দুইজন।র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মধুপুর থানাধীন অরুণখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুটিয়া এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলামের বাড়ির একটি ট্রাংকের ভেতর থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে জিজ্ঞাসাবাদে নজরুল জানায়, তার সহযোগী মোঃ স্বপন মিয়া (২৯) এর বাড়িতেও গাঁজা মজুত রয়েছে। র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে স্বপন ও তার স্ত্রী মোছাঃ জেসমিন (২৭) পালিয়ে যায়। পরে তাদের বাড়ি তল্লাশি করে আরও ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ১৬ হাজার টাকা।গ্রেফতারকৃত নজরুল ইসলামসহ পলাতক দুইজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত