প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারী ভোটারদের বিক্ষোভা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
মুন্সীগঞ্জ-৩ আসনে
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় নারী
ভোটাররা।আজ সোমবার (৮
ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনের মুন্সীগঞ্জ-৩ আসনের সর্বস্তরের
নারী সমাজের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ
করে রাখেন তারা।সমাবেশে নারীরা বলেন,
রাজপথে হাসিনাবিরোধী আন্দোলনে যার কোনো ভূমিকা ছিল না তাকেই এই আসনটিতে মনোনয়ন
দেওয়া হয়েছে। এ কারণে তৃণমূল বিএনপিসহ সহযোগী
সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এখন ক্ষুব্ধ ও হতাশ। ২০০৮ সালে মনোনয়নের ভুল
সিদ্ধান্তের কারণে এই আসনটি হারায় বিএনপি। যদি তৃণমূলের জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দেওয়া
হয় এবারও এই আসনটি হাতছাড়া হবে বলে আশঙ্কা তাদের।তারা আরও বলেন, এই
আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিগত ১৭ বছর দল ও নেতাকর্মীদের পাশে ছিল না সে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি এই আসনে দীর্ঘ ৪৫ বছর
রাজনীতি করেছেন মো. আব্দুল হাই। তার অসুস্থতার পর এই আসনে বিএনপির হাল ধরেন তার
ছোট ভাই মো. মহিউদ্দিন। হামলা, মামলার শিকার হয়েও তিনি দল এবং কর্মীদের ফেলে চলে
যাননি। তাই চূড়ান্ত মনোনয়ন তালিকায় মো. মহিউদ্দিনের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান
জানাই। অন্যথায় তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।সন্ধ্যায় মুন্সীগঞ্জ
শহরে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত