প্রিন্ট এর তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১ প্রবাসীা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে
কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামের এক কুয়েত
প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।আজ সোমবার (০৮
ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি
ঘটে। নিহত মামুন একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি ১৫ দিন আগে কুয়েত থেকে
ছুটিতে দেশে এসেছিলেন।স্থানীয়রা
জানায়, দীর্ঘদিন ধরে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ এবং ফেলু মিয়া গ্রুপের মধ্যে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু
মিয়ার মেয়ের জামাতার (নিহত মামুন) সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ গোলাগুলি ও হামলায় জড়ায়।এসময়
গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে
নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) ও পরশ মিয়াকে আশঙ্কাজনক
অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত