প্রিন্ট এর তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্যা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বগুড়ায় এক
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে বাবর আলী নামের এক পুলিশ
সদস্য আহত হয়েছেন। আজ রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের রহমান
নগর এলাকায় এ ঘটনাটি ঘটে।আহত বাবর
আলী বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন সাব-ইনস্পেক্টর (এটিএসআই)
হিসেবে কর্মরত।পুলিশ
সূত্র জানায়, সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা
অনুযায়ী তাকে আটক করতে গেলে আসামি হঠাৎ পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে সে ছুরি
দিয়ে ভুক্তভোগী বাবরকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পুলিশ
সদস্যকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি
করেন।ঘটনার
সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম
জানান, আহত পুলিশ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত।ঘটনার পরপরই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত