প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
পেরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
পেরুর একটি রেস্তোরাঁয় আগুন লেগে ১০ জন বিশ্ববিদ্যালয়
ছাত্র নিহত এবং ৩ জন আহত হয়েছেন। তারা এক জন্মদিনের অনুষ্ঠানে একত্রিত হয়েছিল বলে পুলিশ শুক্রবার জানিয়েছে।বৃহস্পতিবার বিকেলে আন্দিয়ান অঞ্চলের পুনের হুয়ানকানে শহরে আগুন লাগে। শহরটি বলিভিয়ার সীমান্তের কাছাকাছি।নিহতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। তারা একজন শিক্ষক প্রশিক্ষণ কলেজের ছাত্র ছিল বলে জানা গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ও প্রসিকিউটরের ফরেনসিক বিশেষজ্ঞদের আগমনের পর ১০টি দেহ উদ্ধার করা হয়েছে।ছাত্ররা কাঠ ও ইটের তৈরি ‘কালমা ত্রিপা’ রেস্তোরাঁর দ্বিতীয় তলায় আটকা পড়ে এবং আগুনও চারদিকে ছড়িয়ে পড়ে।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশীরা আগুন নেভাতে অগ্নি নির্বাপক যন্ত্র এবং পানি ব্যবহার করেছিলেন। হুয়ানকানে মেয়র ভ্যালেরিও তাপিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনাকে জানিয়েছেন, শহরটিতে ২০ হাজার মানুষের বসবাস হলেও কোনো ফায়ার সার্ভিস নেই। প্রতিবেশী জুলিয়াকা শহর থেকে দমকল বাহিনী এক ঘণ্টা পর পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রেস্তোরাঁয়
আগুন লাগার কারণ হতে পারে। পেরুর বহিরাগত অঞ্চলে এমন আগুনের ঘটনা সাধারণ, যেখানে জ্বালানিজাত বস্তু সংরক্ষণ করার সময় প্রায়ই নিয়ম মানা হয় না।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত