প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
১৬ থানার ওসিকে একযোগে রদবদল চট্টগ্রামো
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লটারিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের
(সিএমপি) ১৬ থানার ওসিকে একযোগে রদবদল করা হয়েছে। শনিবার
(৬ ডিসেম্বর) বিকালে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে এ তথ্য জানানো
হয়। এর
মধ্যে ১৫ ওসির থানা পরিবর্তন হলেও একজনকে পাঠানো হয়েছে নগরের বিশেষ শাখায়। ফলে
একটি থানায় ওসির পদ শূন্য রয়েছে।সিএমপির
আদেশে নগরীর কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায় বদলি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বদলি করা হয়েছে বাকলিয়া থানায়। আর বাকলিয়া
থেকে মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালীতে বদলি করা হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ওসি
জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানা থেকে জাহেদুল কবিরকে বায়েজিদ
বোস্তামি থানায়, খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী থানায় ও কর্ণফুলী থানা
থেকে জাহিদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে। সদরঘাট
থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বন্দর থানা থেকে মোস্তফা আহমেদকে
পতেঙ্গা থানা, পতেঙ্গা থানা থেকে কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর
থানায় বদলি করা হয়েছে। আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, হালিশহর
থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানা, পাহাড়তলী থানা থেকে জামির হোসেন
জিয়াকে ডবলমুরিং থানা এবং ডবলমুরিং থানা থেকে বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা
হয়েছে। চকবাজার
থানার ওসি শফিকুল ইসলামকে নগর পুলিশের বিশেষ শাখায় নিরস্ত্র পরিদর্শক হিসেবে বদলি
করা হয়েছে। এছাড়া ইপিজেড থানার ওসি মো. কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি
করা হয়েছে। তবে ইপিজেড থানায় এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।সিএমপির
সহকারী কমিশনার (পিআর) আমিনুর রশিদ যুগান্তরকে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে
লটারিতে সিএমপির ওসি পদে রদবদল করা হয়েছে। এরমধ্যে ইপিজেড থানায় ওসির পদ শূন্য
রয়েছে। সেখানেও দ্রুততম সময়ে নতুন ওসির দায়িত্ব দেওয়া হবে। এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত