প্রিন্ট এর তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ পা দিচ্ছে বিকেএসপিতো
স্পোর্টস ডেক্স ||
ফুটবলে
নানা কসরতে পারদর্শী চাঁদপুরের ছয় বছরের সেই খুদে মেসিখ্যাত সোহান এবার ভর্তি
হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে। গত বৃহস্পতিবার (৪
ডিসেম্বর) সকালে সে বাবার হাত ধরে বিকেএসপিতে হাজির হয়। সেখানে ফুটবলের নানা কসরত
দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও একাধিক ফুটবল কোচকে তাক লাগিয়ে দেয়।এদিকে সোহানকে উৎসাহ
দিতে তার নিজ এলাকা মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী
অফিসার মাহমুদা কুলসুম মনি সোহানকে ফুল দিয়ে বিদায়ি শুভেচ্ছা জানান।
পাশাপাশি তার বাবা সোহেল প্রধানকে আর্থিক সহায়তা দেন। মূলত সোহানকে নিয়ে
বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে বিকেএসপি স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন। এর
পরেই খুদে সোহানের ভাগ্য খুলতে শুরু করে। এ ছাড়া সোহানের ফুটবলের
কলাকৌশলের একটি ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ হয়ে সাবেক জাতীয় দলের গোলরক্ষক আমিনুল
হকের মাধ্যমে সোহানকে খেলাধুলার সামগ্রী ও প্রতি মাসে ১০ হাজার টাকা দিচ্ছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোহানের
বাবা সোহেল প্রধান বলেন, ‘আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ঈদে সব বাচ্চারা
জামাকাপড় চায়, আমার পোলা ফুটবল চাইত। আল্লাহ আমার সন্তানের মনের বাসনা পূরণ করুক।’
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত