প্রিন্ট এর তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
চায়ের আড্ডা যেন রূপ নিল রক্তস্বপ্নে : কৃষককে গুলি করে হত্যাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
কুষ্টিয়ার দৌলতপুরে
চায়ের দোকানে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ
হয়ে হাসপাতালে ভর্তি।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)
সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রফিক হোসেন (৫০) ওই
এলাকার মোতালেব হোসেনের ছেলে ও পেশায় তিনি একজন কৃষক। গুলিবিদ্ধরা হলেন—ওই এলাকার
সিদ্দিক ফরাজীর ছেলে রবজেল (৪০) ও আহাদ ফরাজীর ছেলে ইউসুফ (৪২) । তারাও পেশায়
কৃষক।পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা গেছে, দিনের কাজ শেষে রফিক হোসেন পচাভিটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত
ওবায়দুলের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় মোটরসাইকেলে করে আসা ছয়জন
সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পেটে গুলি লেগে তিনি
ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে ওই এলাকার রবজেল ও ইউসুফ দুর্বৃত্তদের পিছু
নিলে তারা দুজনের দিকেও গুলি ছোড়ে। এতে তাদের পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা
তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ কালবেলাকে বলেন, দুর্বৃত্তদের
গুলিতে রফিক হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। আরও দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি
আছেন। ঘটনার পরপরই পুলিশের একটি টিম মাঠে নেমেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত