প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
সকালে নিখোঁজ সাবা, রাতে মরদেহ মিলল প্রতিবেশীর ঘরো
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঝিনাইদহে
প্রতিবেশীর বাড়ি থেকে সাইমা আক্তার সাবা (৪) নামের নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরতলির পবহাটি গ্রাম থেকে
তার মরদেহ উদ্ধার করা হয়।সাইমা
আক্তার সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। জানা গেছে, বুধবার সকাল থেকে নিখোঁজ
ছিল সাইমা আক্তার সাবা। এ ঘটনায় সাইমার বাবা সদর
থানায় একটি জিডি করেন।সাইমা
আক্তারের বাবা সাইদুল ইসলাম বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সকালে নিখোঁজের পর আমি থানায় জিডি করলেও পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। আমি আমার
সন্তান হত্যার বিচার চাই।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার
পরিদর্শক শামসুজ্জোহা কালের কণ্ঠকে বলেন, নিখোঁজ শিশুটির খোঁজে পুলিশ কাজ করছিল।
তবে তার সন্ধান পায়নি। ধারণা করা হচ্ছে, ওই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত