প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
বাস ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারীা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
দিনাজপুর-সৈয়দপুর
মহাসড়কের রাজাপাড়ার মোড় এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের
রাজাপাড়ার মোড়ে এই ঘটনাটি ঘটে।নিহতরা
হচ্ছেন ইজিবাইকের যাত্রী মোর্শেদা বেগম (৩৫)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর
উপজেলার কিসামদ কাদিকল গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী।অপরজনের
নাম আদুরি (১৮)। তিনি নীলফামারী জেলার সদর উপজেলার দিঘলডাঙ্গী গ্রামের সুভাস
চন্দ্র রায়ের মেয়ে। তারা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়নের
ট্রিলিয়ন গোল্ড কম্পানির নারী শ্রমিক ছিলেন। দিনাজপুর দশমাইল হাইওয়ে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, রংপুর কালেক্টরেট ঈদগাহ
ময়দানে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় সমাবেশে শেষে একটি বাসে করে কিছু যাত্রী
দিনাজপুরে ফিরছিলেন। অপরদিকে চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড কম্পানির
কয়েকজন শ্রমিক ডিউটি শেষে ইজিবাইকে নীলফামারী ফিরছিলেন। পথে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের
রাজাপাড়ার মোড়ে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং
বাসটি ইজিবাইকটিকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী শ্রমিক
মোর্শেদা বেগম ও আদুরি নিহত হন। এ ছাড়া ইজিবাইকের চালক ও বাসের
১০ জন যাত্রী আহত হয়। তিনি
জানান, আহতদেরকে সৈয়দপুর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা
দুর্ঘটনাকবলিত বাসটির সিটগুলো বের করে রাস্তায় ফেলে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায়
দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।চিরিরবন্দর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত