প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
পাসপোর্ট করতে এসে আটক এক রোহিঙ্গা যুবকা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সিরাজগঞ্জ ভুয়া পরিচয়ে
পাসপোর্ট করতে আসায় রিয়াজুল মোস্তফা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে পুলিশ।
আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের থানা রোডে অবস্থিত পাসপোর্ট অফিসে আটকের পর
তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক
রিয়াজুল কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছিলেন। তার বাবা
গুরা মিয়া ও মায়ের নাম খতিজা।সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম জানান,
উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন ওই রোহিঙ্গা
যুবক। তার কাছে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ ছিল। আচরণে
সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ওই যুবক কক্সবাজার কুতুপালং ক্যাম্প
থেকে আসার কথা স্বীকার করেন। এরপর আইনি পদক্ষেপ নেওয়ার
জন্য রোহিঙ্গা যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।এ
বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, আটকের পর
রোহিঙ্গা যুবক রিয়াজুলকে থানায় সোপর্দ করলেও পাসপোর্ট অফিসের পক্ষ থেকে কোন লিখিত
অভিযোগ দেওয়া হয়নি। এই কারণে আটক যুবককে কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর
জন্য যোগাযোগ করা হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত