প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
ব্রিজের নিচে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নওগাঁ
শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানালে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা
হয়। তার পরনে পুরোনো লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।
জানা
গেছে, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয়
দোকানিরা ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ
ঘটনাস্থলে যায়। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেননি।
নওগাঁ
সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা
হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। কয়েক দিন আগে মারা যেতে পারেন।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাম ও পরিচয় জানার
চেষ্টা করা হচ্ছে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত