প্রিন্ট এর তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
ট্রাকের ধাক্কায় প্রাণ ঝড়ল সেনাবাহিনীর এক সার্জেন্টেরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নাটোরের লালপুরে ড্রাম
ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া-লালপুর মহাসড়কের
বাহিমালী বাজারের কাছে জয়বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ
লালপুর উপজেলার বড় ময়না (পূর্ব পাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী
জানায়, বনপড়ার দিক থেকে লালপুরগামী একটি ড্রাম ট্রাক জয়বাংলার মোড়ে ইজিবাইককে
সামনে থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এ
সময় ইজি বাইকের যাত্রী সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোনপাড়া পাটোয়ারী হাসপাতালে
নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর
সার্জেন্টের নিহতের বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মুজিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। বনপাড়া
পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত