প্রিন্ট এর তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
মাভাবিপ্রবিতে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিতা
মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি ||
মাওলানা ভাসানী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল
কনফারেন্স অন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট-২০২৫ অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স
ম্যানেজমেন্ট (ইএসআরএম)বিভাগের সেমিনার হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।এবারের সম্মেলনের প্রতিপাদ্য
ছিল ‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনা পুনর্বিবেচনা’। এতে
দেশি-বিদেশি ৪৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী গবেষকরা শতাধিক
গবেষণাপত্র উপস্থাপন করেন।সম্মেলনের উদ্বোধন করেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবু জুবায়ের। স্বাগত বক্তব্য
দেন কনফারেন্সের সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম এবং অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও কনফারেন্স আহবায়ক প্রফেসর ড. এ. এস. এম সাইফুল্লাহ।কনফারেন্সে মূল প্রবন্ধ
উপস্থাপন করেন বিশিষ্ট বিজ্ঞানী ও পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ড. আবেদ চৌধুরী, এশিয়ান
ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস প্রফেসর ড. এটিএম নুরুল আমীন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন।উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর
প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগ অত্যন্ত
জরুরি। বিজ্ঞানী, গবেষক ও নীতিনির্ধারকদের এই সম্মেলন একটি জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্ম
হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “টেকসইতা কোনো গন্তব্য
নয়; এটি এক অব্যাহত শেখা, অভিযোজন ও পরিবর্তনের প্রক্রিয়া। পরিবেশগত চ্যালেঞ্জের কোনো
সীমানা নেই; তাই সমাধানও হতে হবে সীমানাহীন।”এছাড়া, অংশগ্রহণকারীদের
সক্রিয় সহযোগিতা, প্রশ্ন ও মতামত পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।দিনব্যাপী এই আন্তর্জাতিক
সম্মেলনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পানি, জীববৈচিত্র্যসহ
বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক গবেষণার নানা দিক নিয়ে আলোচনা হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত