প্রিন্ট এর তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলা উদ্বোধন া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
কুমিল্লায় জেলা
প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ
শুক্রবার বিকালে নগরীর টাউন হল মাঠে এ মেলা শুরু হয়।প্রতিদিন
বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে
আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার
বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভার মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ
নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মেলায় প্রতিদিন
সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে
জানান আয়োজকরা।আগামী ৬
ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আলোচনা সভা,
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের
সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক
রেজা হাসান।এবারের
বইমেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি এবং ১০টি বেসরকারি
প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ লক্ষ্যে টাউন হল মাঠে ১০০টি স্টল
স্থাপন করা হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত