প্রিন্ট এর তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
মন্ত্রী-সচিব আলেম থেকে হলে বাংলাদেশের চেহারা বদলে যাবে : ধর্ম উপদেষ্টাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
মন্ত্রী-সচিব আলেম থেকে হলে দেশের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ইনক্লুসিভ করতে সরকার চেষ্টা করবে। তবে কেন্দ্র পাহারার দায়িত্ব
জনগণের।’বৃহস্পতিবার (২৭ নভেম্বর)
দুপুরে বরিশালের চরমোনাই
দরবার শরিফে তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয়
দিনে উলামা, শিক্ষাবিদ
ও বুদ্ধিজীবী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।ধর্ম উপদেষ্টা বলেন, ‘পার্লামেন্টে আলেম পাঠানো গেলে; মন্ত্রী-সচিব আলেম থেকে হলে দেশের চেহারা পাল্টে যাবে। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য আদর্শিক মানুষ প্রয়োজন। এতে পরিবর্তন হবে।’এ ছাড়া ধর্মকে ব্যঙ্গ, কটূক্তি, অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্ট উস্কে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।সম্মেলনে আর্ব বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। এমএইছ
/ ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত