প্রিন্ট এর তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
শিক্ষাবৃত্তি পেল ব্যাবিলনের ৬৮ জন শিক্ষার্থীা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঢাকার দারুসসালাম রোডে
ব্যাবিলন গ্রুপের কর্পোরেট অফিসে আজ অনুষ্ঠিত হলো ‘ব্যাবিলন শিক্ষাবৃত্তি
প্রকল্প-২০২৫’ এবং সাহিত্যপত্রিকা ‘ব্যাবিলন কথকতা’র ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন
অনুষ্ঠান। এ বছর মোট ৩১৬টি আবেদনের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করে ৬৮
শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত
সারা দেশের ৬ শতাধিক শিক্ষার্থী ব্যাবিলনের এই বৃত্তি সুবিধা পেয়েছে।অনুষ্ঠানের
শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যাবিলন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
আরিফ ভূঁইয়া।শিক্ষার্থীদের উদ্দেশে
দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশেষ অতিথিরা। এদিন ‘ব্যাবিলন কথকতা’র ১৯তম সংখ্যায়
নির্বাচিত শ্রেষ্ঠ লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন প্রথিতযশা কথাসাহিত্যিক হাসনাত আব্দুল হাই। তিনি উদ্যোগটিকে
সময়োপযোগী উল্লেখ করে শিক্ষাবৃত্তি প্রদান ও নিয়মিত সাহিত্যচর্চায় উৎসাহ দেওয়ার
জন্য ব্যাবিলন গ্রুপকে ধন্যবাদ জানায়।বিশিষ্ট
ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল অনুষ্ঠানে বলেন, ‘বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে, দেশকে
ভালোবাসতে হবে।’ শিল্প-সাহিত্য-সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ‘আকাশ
ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে, তবে পা রাখতে হবে মাটিতে।’অনুষ্ঠানে ব্যাবিলন
গ্রুপের পরিচালকরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে
সমাপনী বক্তব্য দেন গ্রুপের পরিচালক এস এম এমদাদুল ইসলাম।শেষে আমন্ত্রিত অতিথিরা ‘ব্যাবিলন কথকতা’র ২০তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত