প্রিন্ট এর তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫
কালোজিরার বদলে কীটনাশক অসুস্থ ১১া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সাতক্ষীরায় একটি পারিবারিক অনুষ্ঠানে পিঠা তৈরিতে কালোজিরার পরিবর্তে ভুল করে ধান ক্ষেতে দেয়া দানাদার কীটনাশক ব্যবহারের ঘটনা ঘটেছে এবং সেই পিঠা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন একই পরিবারের ১১ জন। মঙ্গলবার
সকালে সবাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া
হয়েছে। গত সোমবার (২৪
নভেম্বর) শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
আক্রান্তরা হলেন- আকলিমা (৩৫), সুমাইয়া (২২),
আইজা (২), মেহজাবিন (১০),
জান্নাতি (১৫), আইয়ুব খান
(৬০), আজিহা (১), উম্মে হাবিবা
(২১), সামিয়া (৪), শারমিন (২৩)
ও মিতা (৩৫)।ঘটনাস্থল
পরিদর্শন শেষে শ্যামনগর থানার
উপ-পরিদর্শক বিপ্লব হোসেন জানান, নতুন ঘর তৈরির
আনন্দে পরিবারের মেয়ে, জামাই, নাতি-নাতনি নিয়ে
পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা
তৈরির সময় রান্নাঘরে রাখা
দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে পিঠায় মিশিয়ে
ফেলেন বৃদ্ধা জুলেখা বিবি। পিঠা খাওয়ার পর
একে একে সবাই অসুস্থ
হয়ে পড়লে হাসপাতালে ভর্তি
হন। তবে এটি ভুলবশত
একটি দুর্ঘটনা। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. জিয়াউর রহমান
জানান, হাসপাতালে ভর্তির পর ওয়াশের মাধ্যমে
বিষক্রিয়া মুক্ত করে চিকিৎসা দেওয়া
হয়। সুস্থ হওয়ায় আজ সবাইকে ছাড়পত্র
দেওয়া হয়েছে। তারা বাসায় ফিরে
গেছেন। রান্নাঘরে কীটনাশক না রাখার জন্য
সকলকে পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত