প্রিন্ট এর তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫
ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় স্থানীয়রাও, রয়েছে পানির সংকটা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রাজধানীর মহাখালীর
কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের
সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে পাইপ কেটে যাওয়া এবং পানির কিছুটা
সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের।আজ
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাত সাড়ে আটটার দিকে সরেজিমেন দেখা যায়, কড়াইল বস্তির
বউবাজার অংশের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লক এলাকায় আগুন লেগেছে। আগুন
দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন। তাদের সঙ্গে
যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আর যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তারা বউবাজার
এলাকার খামারবাড়ি মাঠে অবস্থান করছেন।এর আগে
বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন
লাগার কথা জানানো হয়। আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু
করে। পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।ফায়ার
সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ
তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে ১৯টি ইউনিট নিয়ে কাজ করছি।
মাঝেমধ্যে পাইপ কেটে যাচ্ছে। ফলে পুরো সক্ষমতা নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না;
চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে আগুনের উত্তর–পূর্ব দিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা
করছি। এই দিকটার নিয়ন্ত্রণ নিতে পারলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।পানির
সংকটের বিষয়ে তাজুল ইসলাম বলেন, উত্তর–পূর্ব দিকে পানির কিছুটা সংকট রয়েছে। ফলে
কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে বিপরীত পাশের লেক থাকায় পূর্ণ সক্ষমতা দিয়ে কাজ চলছে।
আমরা কাজ করছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই ভালো সংবাদ দিতে পারব।আগুনে
তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে, সে বিষয়েও
ধারণা পাওয়া যায়নি।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত