প্রিন্ট এর তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫
চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খানা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
গণ
অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘দুর্নীতি, টেন্ডারবাজি,
চাঁদাবাজি, দখলবাজির প্রমাণ দিতে পারলে নাকে খত দিয়ে রাজনীতি ছাড়ে দেব। আজ কৃষকরা
সার পায় না, বীজ পায় না। শিক্ষাব্যবস্থা গত ১৬ বছরে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ।
কাজেই, কৃষক বাঁচাতে দেশের শিক্ষাব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।আজ মঙ্গলবার (২৫
নভেম্বর) বিকেল ৫:৩০ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনি
গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।রাশেদ খান আরও
বলেন, ‘আগামী নির্বাচনে ভয় দেখানোর রাজনীতি চলবে না। জুলাই গণ-অভুত্থাণের পরে
দেশের মানুষ ভয়ের রাজনীতি আর করতে চায় না। এবারের নির্বাচনে মানুষ নির্ভয়ে
ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীদের ভোট দেবে। আইনশৃঙ্খলা
বাহিনীও কঠোর অবস্থানে থাকবে।’তিনি
বলেন, ‘আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচনে কেন্দ্র দখল,
ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভয়ভীতি প্রদর্শনের সুযোগ থাকবে না।তিনি
আরও বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে
সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয় করবেন। আমাকে ভোট দিতে
হবে এমন নয়। আমার চেয়ে যোগ্য মানুষ থাকলে আপনারা তাকে ভোট দেবেন।যোগ্য
প্রার্থীরা এ নির্বাচনে জয়ী হলে দেশের মঙ্গল হবে। এ
সময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এম সাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের
সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ
অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত