প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫
ভারতে অনুপ্রবেশ : বাংলাদেশি এক নারী আটকা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঝিনাইদহের মহেশপুর
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নারীকে আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে
পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে
বলা হয়, মহেশপুর-৫৮ বিজিবির অধীন মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান
চালিয়ে ওই নারীকে আটক করা হয়। একই দিনে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়
মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে বিজিবি।মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, ‘আটক নারীকে যশোর জাস্টিস
অ্যান্ড কেয়ারে পাঠানো হয়েছে।’
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত