প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫
পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কৃত দুই নেতাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বরগুনার আমতলী ও
তালতলী উপজেলা বিএনপির বহিষ্কৃত দুই নেতা
তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া
হয়েছে।আজ সোমবার
(২৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. মো. রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত
পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।পদ ফিরে
পাওয়া দুই নেতা হলেন—আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির ও
তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।দলীয়
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত
থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা
হয়েছিল।পরে
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার
করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। চিঠিতে
আরও উল্লেখ করা হয়, এখন থেকে তারা দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী ও
গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করছে।
এমএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত