প্রিন্ট এর তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
ঢাবি সাময়িকভাবে বন্ধ ঘোষণার: দাবি ডাকসুরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আবাসিক হলগুলোতে পরপর ভূমিকম্পের পর সৃষ্ট আতঙ্কজনক পরিস্থিতির প্রেক্ষিতে
বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে বন্ধ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
ছাত্র সংসদ (ডাকসু)। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে বর্তমান অবস্থায়
ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়া নিষ্ঠুরতার শামিল এমন মন্তব্য করে দ্রুততম সময়ের
মধ্যে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ডাকসু।আজ শনিবার
(২২ নভেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,
ভূমিকম্পের পর আবাসিক হলে শিক্ষার্থীরা ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই
পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলা রাখা যৌক্তিক নয়।তিনি অভিযোগ করেন, আবাসিক হলগুলোর ভবন কতটা নিরাপদ—তা যাচাই না করেই স্বাভাবিক
শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জীবনের প্রতি অবহেলা ছাড়া কিছু নয়।বিবৃতিতে অবিলম্বে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে সব হলের ভবন কাঠামোগতভাবে
পরিদর্শন করে ঝুঁকি মূল্যায়ন রিপোর্ট প্রকাশের দাবি জানানো হয়।যেসব ভবন বা কক্ষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবে, সেগুলো তাৎক্ষণিক পরিত্যক্ত
ঘোষণা করে সেখানে থাকা শিক্ষার্থীদের নিরাপদ বিকল্প স্থানে স্থানান্তরের ব্যবস্থা করতে
হবে বলেও ডাকসু জানায়। পাশাপাশি অন্যান্য ভবনের দ্রুত সংস্কার নিশ্চিত করার বিষয়টিও
জরুরি বলে উল্লেখ করা হয়।বিবৃতিতে আরও জানানো হয়, ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন না হওয়া এবং শিক্ষার্থীদের
নিরাপদে স্থানান্তর না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। তবে
সেশনজট এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দ্রুত সময়ের মধ্যে স্থগিত হওয়া
পরীক্ষাগুলো নেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত