প্রিন্ট এর তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫
সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার অপরাধী নান্টু শরীফ গ্রেফতারা
মোঃএরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি ||
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল
ক্যাম্প এবং সদর কোম্পানি র্যাব-১০, কেরানীগঞ্জ, ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল এক
বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক পেশাদার অপরাধী
মোঃ নান্টু শরীফ (২৭)–কে গ্রেফতার করেছে।গত বুধবার (১৯ নভেম্বর ২০২৫)
দুপুর ১টা ২০ মিনিটে টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন দেওদিঘি বাজার সংলগ্ন যাদবপুর এলাকায়
এ অভিযান পরিচালিত হয়।র্যাব জানায়, গ্রেফতারকৃত
নান্টু শরীফ ঝালকাঠি জেলার নলছিটি থানার ডাকাতি মামলা (জিআর নং-৮৮/১৪; ধারা ৩৯৫/৩৯৭
পেনাল কোড), চুরি মামলা নং-১৪(১২)২০১৭ (ধারা ৩৮০/৩৪ পেনাল কোড— যাতে তিনি ২ বছরের
সাজাপ্রাপ্ত), হাজীগঞ্জ থানার মাদক মামলা নং-১১(১০)২২ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর
৩৬(১) এর ১৯(ক)/৩৮/৪১ ধারা), এবং ঢাকা শাহবাগ থানার বেপরোয়া ও বিপজ্জনকভাবে মোটরযান
চালনার মামলা নং-১০(৯)২০১৮ (ধারা ২৭৯/৩৩৮-ক/৩০৪(খ) পেনাল কোড) সহ একাধিক মামলার আসামি।
এসব মামলায় তার বিরুদ্ধে বকেয়া ওয়ারেন্ট ছিল।র্যাবের আভিযানিক দল গোপন
সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত নান্টু শরীফকে
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার নলছিটি থানার ওয়ারেন্ট তামিলকারী
অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত