প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫
ঘরে বসেই যেভাবে মেট্রো রেলের কার্ড রিচার্জ করবেনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
মেট্রো রেলের যাত্রীরা
এখন থেকে তাদের স্থায়ী র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে ঘরে বসেই রিচার্জ করতে
পারবেন। ফলে আর স্টেশন বা ব্যাংকের বুথে গিয়ে রিচার্জ করার প্রয়োজন নেই।ঢাকা
পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানায়, আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইন রিচার্জ
সেবা চালু হবে। প্রথম পর্যায়ে যাত্রীরা ডিটিসিএর ওয়েবসাইটের লিংক ব্যবহার করে
কার্ড রিচার্জ করতে পারবেন। পরবর্তীতে অ্যাপ চালু
করা হবে, যা থেকে আরো সহজভাবে রিচার্জ করার সুবিধা পাওয়া যাবে।সেবাটির
বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এটি চালু হলে স্টেশনে লাইন
ধরে স্থায়ী কার্ড রিচার্জ করতে হবে না। যাত্রীদের সময় বেঁচে যাবে, ভোগান্তি কমবে।নীতিমালা
অনুযায়ী, পেমেন্ট গেটওয়ে ব্যবহারে গ্রাহককে অতিরিক্ত ফি দিতে হবে।অনলাইনে
রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে
এবং তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে টাকা
স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে
রাখা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন- সেক্ষেত্রেও
একই হারে ১০ শতাংশ ফি প্রযোজ্য হবে। ডিটিসিএ
সূত্র জানায়, গত সোমবার স্টেশনগুলোতে এভিএম যন্ত্র বসানোর প্রস্তুতি শুরু হয়েছে।
প্রতিটি স্টেশনে দুটি করে মোট ৩২টি যন্ত্র ২১ ও ২২ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল
পর্যন্ত ১৬টি স্টেশনে স্থাপন করা হবে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত