প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে আগুনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনে একটি
চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা
ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সম্ভার ফিলিং স্টেশনের সামনে
নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রাগামী লেনে সিমা-সিমলা এন্টারপ্রাইজ নামক চলন্ত বাসে
এ আগুনের ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে সাড়ে ৪
টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় চন্দ্রাগামী লেনে ডিইপিজেডের শ্রমিক
পরিবহনের কাজে নিয়োজিত চলন্ত বাসটির (ঢাকা জ ১২৫৩) পিছনের দিকে হঠাৎ আগুন লাগে।
এসময়
স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।বাসের
চালক ও মালিক জানান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে বাসটি ডিইপিজেডের দুই পোশাক
কারখানার শ্রমিকদের নিতে যাচ্ছিলো। গাড়িটি নতুন ডিইপিজেড সংলগ্ন সম্ভার ফিলিং
স্টেশনের সামনে পৌঁছলে বাসের পিছনের সিটে হঠাৎ আগুন দেখতে পান। পরে বাসটি সড়কে
থামিয়ে চালক পুলিশের সহায়তা চায়।খবর
পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড
ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে ডিইপিজেড
ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত
সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে থাকতে পারে বলে জানিয়েছেন
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এছাড়া আগুনে
হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত