প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
শ্যাম রাখি না কূল রাখি : সুনামগঞ্জ -২া
নাইম তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি ||
বাংলাদেশ
জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সমগ্র বাংলাদেশের সিংহ ভাগ আসনে তাদের মনোনীত প্রার্থী
প্রাথমিক মনোনয়ন ঘোষণা দিলেও এখন পর্যন্ত সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে বিএনপির প্রার্থী'র
নাম ঘোষণা করা হয়নি । এ
নিয়ে দিরাই -শাল্লার দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের মনে জল্পনা কল্পনান বইছে। অনেকের
মতামত দিরাই -শাল্লা'র সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ থাকায় এ আসনটি নিয়ে বিএনপি'র
হাইকমান্ড কিছুটা অপেক্ষা করছেন।অনেক
আবার জানিয়েছেন এবার ঘুরতে পারে সুনামগঞ্জ -২ আসনের চাকা,। জোটবদ্ধ ভাবে রাজনীতি করতে
হলে ইসলামী দলের নেতাকে দিতে হবে দিরাই-শাল্লা আসন। কেন্দ্রীয় বিএনপি তাদের মনোনীত
প্রার্থী'র নাম ঘোষণা না করায় অনেকে ভাবছেন
আসনটির কর্নাধার হতে পারেন ইসলামী দলের নেতা ডক্টর শুয়াইব আহমেদ। গত কয়েকদিন আগে উনার
একটি মোটরসাইকেল শুভাযাত্রায় তিনি বক্তব্য
দিয়েছিলেন, জোট যদি করতে হয়, দিরাই শাল্লা আসন নিয়ে করতে হবে। এ বক্তব্যে উনার সমর্থকদের
মধ্যে শতভাগ নিশ্চিতের ঘন্টা বাজছে যে, তিনিই হবেন দিরাই শাল্লা'র আগামী'র কর্নাধার। এ আসনে বিএনপির মনোনয়ন যুদ্বে লড়ছেন কেন্দ্রীয় বিএনপি কার্য নির্বাহী সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপি'র সাবেক উপদেষ্টা এডভোকেট
তাহির রায়হান চৌধুরী পাবেল, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মিফতা উদ্দীন চৌধুরী রুমি,
সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য কারা নির্যাতিত নেতা আলী আকবর চৌধুরী, যুক্তরাজ্যে
বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। বিএনপির
স্ব-স্ব নেতাকর্মীদের ভাষনা তাদের কাঙ্খিত নেতা-ই পাবেন বিএনপির মনোনয়ন। নাছির উদ্দিন
চৌধুরী'র বলয়ের এক নেতা জানান,দিরাই-শাল্লা'র আপামর জনতার প্রাণের নেতা তিনি। তিনি
বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি কিছুটা শারিরীক অসুস্থ থাকায় অনেকেই উনার
অসুস্থতাকে পূজি করে রাজনীতি করছেন। দল যদি সটিক মূল্যায়ন করেন। দিরাই -শাল্লায় নাছির
উদ্দিন চৌধুরীকে মূল্যায়ন করতে হবেঅন্যথায়
এ আসনে বিএনপির ভরাডুবি হওয়ার আশংকা আছে। এডভোকেট তাহির রায়হান চৌধুরী' পাভেল বলয়ের
এক নেতা জানান, দিরাই -শাল্লায় বিএনপির জন্য
পাবেল চৌধুরী'র অনেক অবদান রয়েছে। পতিত আওয়ামী সরকারের আমলে তিনি ও তার নেতাকর্মীরা
অনেক আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। পাবেল চৌধুরী' ও তাঁর পরিবারের দিরাই-শাল্লায়
অনেক রাজনৈতিক ইতিহাস আছে। তিনি বিএনপির দুর্দিনে নেতাকর্মীর পাশে ছিলেন। দল যদি মনোনয়ন
দেওয়ার ব্যাপারে কোন পরিক্ষিত মানুষ সনাক্ত করেন, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল
কে দিতে হবে দলীয় মনোনয়ন। সাবেক বিচারপতি মিফতা উদ্দীন চৌধুরী'র সমর্থকদের মধ্যে একজন
জানান,রুমী চৌধুরী একজন সিনিয়র মানুষ। তিনি বিএনপির নেতাকর্মীদের জন্য আইনী ভাবে অনেক
লড়াই করেছেন। তিনি একবার দিরাই শাল্লা'র এমপিও ছিলেন। দিরাই শাল্লা'র বিএনপি নেতাকর্মীদের
সাথে রয়েছে উনার গভীর সম্পর্ক। দল যদি মনোনয়নের ক্ষেত্রে কোন বিজ্ঞ লোক নির্ধারণ করেন।
সাবেক বিচারপতি মিফতা উদ্দীন চৌধুরী রুমী'কে দিতে দলীয় মনোনয়ন। সুনামগঞ্জ জেলাযুবদলের
সাবেক সদস্য কারা নির্যাতিত নেতা আলী আকবর চৌধুরী'র এক কর্মী জানান, আমাদের নেতা আলী
আকবর চৌধুরী, ২০১৫' সালে আওয়ামী সরকারের জেল জুলুমের শিকার হয়ে সাত দিন রিমান্ড কেটে
নিজের আত্মরক্ষার্থে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।তিনি
প্রবাসে গিয়ে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেছেন। দল যদি
কোন নির্যাতিত নেতাকে মূল্যায়ন করেন, আলী আকবর চৌধুরী পাবেন দিরাই শাল্লায় বিএনপির
মনোনয়ন। যুক্তরাজ্য বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ বলয়ের এক নেতা জানান, আমাদের নেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ
বিএনপি'র কান্তি লগ্নে সব সময় দিরাই-শাল্লা'র মানুষের পাশে ছিলেন। তিনি সূদুর প্রবাসে
রাজনীতির করা'র পাশাপাশি দিরাই শাল্লা'য় বিএনপির অনেক আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেন
। দল যদি ভালো কোন প্রার্থীকে বিএনপি'র জন্য মনোনীত করেন, আজমল হোসেন জাবেদ'কে দিরাই
শাল্লায় মনোনীত করতে হবে।
এদিকে
অনেক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা দিরাই-শাল্লা বিএনপি'র ঘাটি এখানে বিএনপি ব্যাতিত
শরীক দলের প্রার্থী যদি জোটবদ্ধ হয়েও নির্বাচনে আসেন, অন্যে দলের প্রার্থীর সাথে পাত্তাই
পাবেন না। অনেকের ভাষ্যমতে এবার দিরাই শাল্লায় ধানের মালিক হতে পারেন জোটের প্রার্থী
। বিএনপি'র নেতাদের মধ্যে তাদের দলীয় মনোনয়ন নিয়ে গোপনে কোন্দলের আভাস পাওয়া যাচ্ছে
বলে জানিয়েছেন অনেকজন।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত