প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
ডেমরায় শিক্ষার নতুন দিগন্ত: 'টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের'- উদ্বোধনা
মো: সালমান ফারসী, ডেমরা প্রতিনিধি ||
প্রতীক্ষার পালা শেষ হলো ১৭ই
নভেম্বর পড়ন্ত বিকেলের এক জমকালো উদ্বোধনী
অনুষ্ঠানের মধ্য দিয়ে। ডেমরা এলাকার অভিভাবকদের
দীর্ঘদিনের প্রত্যাশা যেন বাস্তবে রূপ নিল । স্বপ্ন, কৌতূহল ও আশার কেন্দ্রবিন্দু
'টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এলাকার শিক্ষাব্যবস্থায় এক
নতুন বিপ্লবের সূচনা করে আজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রথম আলো সম্পাদক
জনাব মতিউর রহমান।শিক্ষাবিদদের তত্ত্বাবধানে
বিশ্বমানের পাঠ্যক্রম 'টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল' প্লে গ্রুপ
থেকে শুরু করে এ লেভেল পর্যন্ত কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকার সিলেবাসভুক্ত পাঠ্যক্রমে
শিক্ষাদান করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত
করা নয়, বরং চরিত্র, মূল্যবোধ, দক্ষতা এবং আন্তর্জাতিক মানের গ্লোবাল লিডার হিসেবে তৈরি করা।উদ্বোধনকালে প্রধান অতিথি
জনাব মতিউর রহমান বলেন, "টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে
একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জনের
সুযোগ পাবে এবং একজন সত্যিকারের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে।"স্মার্ট ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত
শিক্ষকমণ্ডলীদীর্ঘদিন ধরে এই এলাকায় এমন
একটি প্রতিষ্ঠানের অনুপস্থিতি ছিল, যেখানে সন্তানের বিশ্বমানের শিক্ষার জন্য অভিভাবকদের
দূর-দূরান্তে ছুটতে হতো। সেই কষ্টের অবসান ঘটিয়ে এই স্কুলটি দেশ-বিদেশে প্রশিক্ষিত
শিক্ষক এবং স্মার্ট ব্যবস্থাপনার সমন্বয়ে পরিচালিত হবে।এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের
ভবিষ্যৎ জীবনে Global Leader, Global Thinker এবং Global Architect of the Future হিসেবে
প্রতিষ্ঠিত হওয়ার পথ তৈরি করবে।মহৎ উদ্যোগের নেপথ্যে ড. মাহবুবুর
রহমান মোল্লাএই মহান উদ্যোগটির সার্বিক
তত্ত্বাবধানে থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও শিক্ষা গবেষক এবং সামসুল হক খান স্কুল অ্যান্ড
কলেজের সম্মানিত প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে এই মহাপরিকল্পনার
স্বপ্ন দেখেছেন এবং এর সফল বাস্তবায়নে দিকনির্দেশনা দিয়ে আসছেন।
আজকের এই ঘোষণার মাধ্যমে এলাকার
শিক্ষার নতুন যাত্রার সূচনা হলো। ডেমরা এখন থেকে বিশ্বমানের শিক্ষার এক নতুন 'টার্নিং
পয়েন্ট'-এর সাক্ষী হতে চলেছে। এই স্কুলটি আগামী প্রজন্মকে আন্তর্জাতিক প্রতিযোগিতার
জন্য প্রস্তুত করে তুলবে বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত