প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃঅনুষদ মিনিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনা
মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ ||
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিভাগ (ছাত্র) এবং আন্তঃঅনুষদ (ছাত্রী) মিনিবার ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর ২০২৫) সকালে ত্রিশালের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন প্রশাসনিক ভবনের পাশের নতুন ছোট খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২৫টি বিভাগের ২৫টি ছাত্র দল এবং ৬টি অনুষদের ৬টি ছাত্রী দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ পপুলেশন সায়েন্স বিভাগকে পরাজিত করে জয়লাভ করে। আগামী ৩০ নভেম্বর ২০২৫, রোববার একই মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত