প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৪ জন গ্রেপ্তারা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরো চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গত ২৪
ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল ও গুলশান
বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে। শনিবার (১৫ নভেম্বর) ডিএমপি মিডিয়া
বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন
সবুজবাগ থানাধীন ৪ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. রনি (৩৭), আওয়ামী যুবলীগের
কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক
উপসম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩) এবং চুয়াডাঙ্গা
জেলা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান (৫০)। ডিবি
সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে
সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. রনিকে গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল
বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। আজ শনিবার
(১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি টিম মিরপুর-১১
থেকে বাবলুর রহমান বাবলুকে গ্রেপ্তার করে। একই দিন সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে
মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শরীফ হোসেন দুদুকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের
একটি টিম।সেই
সঙ্গে সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তাফিজুর
রহমানকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ
টিম।
গ্রেপ্তারদের
বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে
পুলিশ।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত