প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ২২ জনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে
বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।গ্রেপ্তার
ব্যক্তিরা হলেন—মুজাহিদ, রিপন, সাদ্দাম, সুমন, শরিফ, তৌসিফ হোসেন, আব্দুল আল
মামুন, রবিউল, রাফাত হোসেন তুহিন, ইলিয়াস হোসেন মিরাজ, ডালিম ভুঁইয়া, ফুয়াদ,
বন্ধন, সামসাদ, ইকরাম তোতা, ইমরান, আজাদ, ফয়সাল, আরিফ হোসেন, আক্তার হোসেন কাল্লু,
শাকিল শিকদার এবং মমিন।মোহাম্মদপুর
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা
করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে
জড়িতদের গ্রেপ্তার করা হয় এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।সূত্র জানায়, গত বৃহস্পতিবার তিনজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া
তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখন অভিযানের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদপুর
জোনের এসি মামুন।
এ ছাড়া,
মোহাম্মদপুর থানা পুলিশ আরও জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত