প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে শপথা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
পাকিস্তানের নবগঠিত ফেডারেল কনস্টিটিউশনাল
কোর্টের (এফসিসি) প্রথম প্রধান বিচারপতি হিসেবে আজ শুক্রবার শপথ নিয়েছেন বিচারপতি
আমিনউদ্দিন খান—এক দিন আগে বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনী আইনে পরিণত হওয়ার পরই
তার নিয়োগ কার্যকর হয়।ইসলামাবাদের আইওয়ান–ই–সদরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান
ফিল্ড মার্শাল আসিম মুনির, চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি জেনারেল সাহির
শামশাদ মির্জা উপস্থিত ছিলেন। এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া
আফ্রিদি, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শহবাজ শরিফ বিচারপতি
আমিনউদ্দিনের পাশে মঞ্চে বসেন।অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো–জারদারি, তার বোন আসিফা
ভুট্টো–জারদারি, উপপ্রধানমন্ত্রী ইশাক দার, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক,
সেনেট চেয়ারম্যান ইউসুফ রেজা গিলানি এবং মন্ত্রিসভার সদস্যরা।অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি ইংরেজিতে বিচারপতি আমিনউদ্দিনকে শপথ
পড়ান।শপথে
বিচারপতি আমিনউদ্দিন প্রতিশ্রুতি দেন, তিনি সংবিধান ও আইনের প্রতি অটল থেকে
দায়িত্ব পালন করবেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে চলবেন।তিনি শপথে
বলেন, ‘আমি আমার ব্যক্তিগত স্বার্থকে কখনোই সরকারি আচরণ বা সিদ্ধান্তকে প্রভাবিত
করতে দেব না। আমি পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের সংবিধান সংরক্ষণ, সুরক্ষা ও
রক্ষা করব এবং সব পরিস্থিতিতে আইন অনুযায়ী সকল মানুষের প্রতি যথাযথ আচরণ করব—ভয়,
পক্ষপাত, অনুকম্পা বা বিদ্বেষ ছাড়াই।প্রেসিডেন্ট
আসিফ আলি জারদারি সংবিধানের আর্টিকেল ১৭৫এ–এর ধারা ৩ এর অধীনে বিচারপতি
আমিনউদ্দিনকে নিয়োগ দেন। শপথগ্রহণের দিন থেকেই নিয়োগ কার্যকর হয়।
২৭তম সংশোধনীতে অন্তর্ভুক্ত বিচার
বিভাগ–সংক্রান্ত সংস্কারের অংশ হিসেবে এফসিসি প্রতিষ্ঠার প্রস্তাব পুনরুজ্জীবিত
করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের মতে, এফসিসি গঠনের লক্ষ্য হলো সুপ্রিম কোর্টের
কাজের চাপ কমানো, সাংবিধানিক মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং বিচার
বিভাগের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা শক্তিশালী করা।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত