প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
ধানের ব্লাস্ট রোগে পীরগঞ্জের জামদানী গ্রামে কৃষকদের দীর্ঘশ্বাসা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের জামদানী গ্রামজুড়ে এখন একটাই কথা ধানের ক্ষতি। এ বছরের আমন মৌসুমে হঠাৎ করেই দেখা দিয়েছে ভয়াবহ ধানের ব্লাস্ট রোগ (Rice Blast Disease)। এই রোগে আক্রান্ত হয়ে মাঠের পর মাঠ ধান গাছ অকালেই শুকিয়ে যাচ্ছে। সবুজ ফসলের মাঠ এখন পরিণত হয়েছে মলিন বাদামী রঙে, যেন আগুনে পোড়া ধানের মতো চেহারা।স্থানীয় কৃষক মোঃ মিমুল মিয়া বলেন, প্রথমে পাতায় ছোট ছোট দাগ দেখা গেলেও আমরা তেমন গুরুত্ব দেইনি। ভাবছিলাম হয়তো সার বা পানির অভাবে হচ্ছে। কিন্তু কয়েক দিনের মধ্যেই দেখি পুরো জমির ধান শুকিয়ে গেছে। এখন প্রায় ৫০-৬০ শতাংশ জমি নষ্ট হয়ে গেছে। আমরা দিশেহারা হয়ে পড়েছি।তিনি আরও জানান, এই বছর জমিতে অনেক পরিশ্রম ও খরচ করেছেন। কিন্তু হঠাৎ এমন রোগে ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষক সমাজের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ধান ছিল আমাদের একমাত্র ভরসা। এখন সেই ধানই যখন শুকিয়ে যাচ্ছে, তখন আমরা কীভাবে টিকে থাকব? বলেন তিনি।জামদানী গ্রামের অন্যান্য কৃষকরাও একই কণ্ঠে জানিয়েছেন, রোগটি দ্রুত এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে পড়ছে। গাছের শীষে দানা পূর্ণ হওয়ার আগেই গাছ পুড়ে যাচ্ছে। কেউ কেউ ইতিমধ্যেই ক্ষতির আশঙ্কায় জমি থেকে ফসল তুলে ফেলছেন।স্থানীয়রা জানিয়েছেন, আগে এমন রোগ এত ব্যাপকভাবে দেখা যায়নি। এই বছর বৃষ্টিপাত ও আবহাওয়ার তারতম্যের কারণে সম্ভবত রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে এই মৌসুমের আমন ফসল থেকে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।তারা বিশেষভাবে অনুরোধ করেছেন, সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা যেন দ্রুত মাঠে এসে রোগটি পরিদর্শন করেন এবং কৃষকদের পাশে দাঁড়ান।স্থানীয় এক প্রবীণ কৃষক বলেন আমরা গরিব মানুষ। ধানই আমাদের জীবনের ভরসা। সরকার যদি একটু সাহায্যের হাত বাড়ায়, তাহলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত