প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
তারেক রহমানের নির্দেশে শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন বিএনপি নেতা মোর্শেদ আলমা
জাকির হোসাইন রাজু, স্টাফ রিপোর্টার ||
ভালুকা: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে, যা দলের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে গণ্য হচ্ছে।আগামীর দেশ নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ (৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ধীতপুর ইউনিয়ন খেলার মাঠে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি আয়োজনে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা। আয়োজকরা জানান, দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী অসহায় ও প্রান্তিক পরিবারগুলোর জন্য এই বস্ত্রসামগ্রীগুলি গ্রাম পর্যায়ে সরাসরি সরবরাহ করা হয়েছে। অনুষ্ঠানটি ধীতপুর ইউনিয়নের খেলার মাঠে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং প্রাথমিক পর্যায়ে পরিবার গুলোর মধ্যে শাড়ি ও লুঙ্গী হস্তান্তর করা হয়।এ ধরনের উদ্যোগ বিএনপির তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে। স্থানীয়রা জানান, শীত মৌসুম শুরু হওয়ার আগে এমন সহায়তা তাদের জন্য বড় প্রাপ্তি। দলের নেতারা বলছেন, আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আয়োজকরা বলেন, খাদ্য, বস্ত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর যোগান এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা দলের দুর্যোগপ্রবণ সময়েও দরিদ্রদের পাশে থাকার অংশ। বিতরণ কার্যক্রমে উপস্থিতরা উদ্বেগ ও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।অনুষ্ঠান সম্পর্কিত অতিরিক্ত তথ্য সংগ্রহের সময় অনেকে বলেন যে, ভবিষ্যতে একই ধরনের সহায়তা আরো ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে; তবে এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা ও পরিসংখ্যান আয়োজক পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত