প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: আইএইচএফা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ২০২৪-২৫ অর্থবছরের ৯ম বার্ষিক সাধারণ
সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় গত অর্থবছরে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড
পর্যালোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন আইএইচএফ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
মো.আদনান হোসেন।সভায়
উপস্থিত ছিলেন বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও অংশীদার সংস্থার প্রতিনিধি, যেমন –
সিটি এনএ, আল মাতরুশি জেনারেল ট্রেডিং এলএলসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
ইসমাইলি সিভিক, কিয়াবি, বাঁচার লড়াই, সেন্ট্রো টেক্স, স্যার জন উইলসন স্কুল, আগা
খান একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, অরেন্ডা অ্যান্ড বীনস, মশাল মেন্টাল হেলথ
ম্যাটার্স, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) সহ দেশি ও আন্তর্জাতিক নানা
প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।স্বাগত বক্তব্যে মো. আদনান
হোসেন, আইএইচএফ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বলেন— “আমরা এই সংগঠনটি শুরু করার
পর থেকে ১৫ বছরেরও বেশি সময় অতিক্রম করেছি। এই দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে ছিলেন,
আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সেই সব ব্যক্তি,
প্রতিষ্ঠান ও সংস্থাকে, যারা আমাদের কাজকে এগিয়ে নিতে নানাভাবে সহযোগিতা করেছেন। তাঁদের
অবদান ছাড়া আইএইচএফ-এর এই যাত্রা এত দূর এগিয়ে নেওয়া সম্ভব হতো না।”
বার্ষিক সাধারণ সভায়
(এজিএম) আইএইচএফ-এর পাশে থেকে অবিচল সমর্থন জোগানো কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের
হাতে প্রশংসা সনদ তুলে দেওয়া হয়। সভায় এছাড়াও আইএইচএফ-এর পূর্ববর্তী অর্থবছরের
সাফল্য, কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং আগামী বছরের কৌশলগত পরিকল্পনা নিয়ে
বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত