প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
রাষ্ট্রীয় ক্ষতিকারক ব্যক্তি চিহ্নিত করে :৬ দলিল লেখকের সনদ স্থগিতা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
রাষ্ট্রীয় ক্ষতিকারক
ব্যক্তি হিসেবে চিহ্নিত করে আশুলিয়ার ছয় দলিল লেখকের সনদের কার্যকারিতা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের সাব-রেজিস্ট্রি অফিস
প্রাঙ্গণে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।সোমবার (৩
নভেম্বর) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল স্বাক্ষরিত
এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। নোটিশে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান
জানানো হয়েছে।স্থগিত হওয়া দলিল
লেখকরা হলেন মো. আলমগীর হোসেন (সনদ নং–১০৮), মো. মোতালেব হোসেন (সনদ নং–৪১২), অনিক
হাসান দিলবর (সনদ নং–৪১৮), মো. রেজাউল করিম (সনদ নং–২০৭), মো. ফজলুর রহমান (সনদ
নং–১৩৮) ও মো. মনসুর রহমান (সনদ নং–১৫)।বিষয়টি
নিশ্চিত করে সাব-রেজিস্ট্রি অফিস সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগের
ভিত্তিতে প্রশাসনিক সিদ্ধান্তে তাদের সনদ স্থগিত করা হয়েছে।এ বিষয়ে
জানতে চাইলে দলিল লেখক মো. আলমগীর হোসেন বলেন, ‘আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ
দেওয়া হয়েছিল। আমরা জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত জবাবও দিয়েছি।কিন্তু
সেটি সন্তোষজনক নয় উল্লেখ করে সাময়িকভাবে আমাদের সনদ স্থগিত করা হয়েছে।’
অন্যদিকে,
এ বিষয়ে আশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের সঙ্গে যোগাযোগ
করা হলে তিনি সরাসরি মন্তব্য না করে সাংবাদিকদের আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের
নোটিশ বোর্ড দেখার পরামর্শ দেন।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত