প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
'কল্যাণরাষ্ট্র' গঠনে ভূমিকা রাখতে তা'মীরুল মিল্লাতের অ্যালামনাইদের প্রতি ধর্ম উপদেষ্টার আহ্বানা
মো: সালমান ফারসী, ঢাকা প্রতিনিধি ||
স্মৃতিচারণ,
আবেগ আর বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্য দিয়ে গতকাল (পহেলা নভেম্বর) বাংলাদেশ চীন মৈত্রী
সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স-২০২৫।
প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত ডিগ্রী অর্জনকারী দুই হাজারের বেশি প্রাক্তন
শিক্ষার্থী এই বিশাল আয়োজনে অংশ নেন।অনুষ্ঠানের
উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির সাবেক সফল ও বরেণ্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল
আবেদীন। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে এই
কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়।দীর্ঘদিন পর
বহু অচেনা বন্ধুকে একসাথে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা যেন আবেগাপ্লুত হয়ে ওঠেন। একে
অপরের সাথে কুশল বিনিময় এবং আলিঙ্গনে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।সকাল থেকে শুরু
করে দিনভর এই মিলনমেলা ছিল নানা কার্যক্রমে মুখরিত।সম্মেলনে দেশের
বর্তমান পরিস্থিতি, আদর্শিক রাষ্ট্র গঠন এবং জাতি গঠনে আলেম-ওলামাদের অপরিহার্য ভূমিকার
ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনুষ্ঠানে আগত দেশের বরেণ্য অতিথিরা বক্তব্য প্রদান করেন
।অনুষ্ঠানের
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ
ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, "তামিরুল মিল্লাত প্রতিষ্ঠা লগ্ন থেকে কৃতিত্বের
স্বাক্ষর রাখছে। যুগোপযোগী চরিত্রবান জনশক্তি গঠনে এ প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।"
তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে ঘুণে ধরা সমাজ বেশিদিন চলতে পারে না এবং বৃহত্তর জনগোষ্ঠীর
অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে হবে।ড. খালিদ হোসেন
আদর্শিক ওয়েলফেয়ার স্টেট গঠনের ওপর জোর দিয়ে বলেন, এর কোনো বিকল্প নেই। তিনি সবাইকে
কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার
আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে দীর্ঘ ৫৪ বছর ধরে এদেশের আলেম-উলামারা সাম্প্রদায়িক
সম্প্রীতি বজায় রাখার আহ্বান রেখে যাচ্ছেন। তাঁর মতে, এ দেশের সাম্প্রদায়িক সমস্যাগুলো
রাজনৈতিক, সত্যিকার অর্থে সাম্প্রদায়িক নয়। তিনি বলেন, "পূর্ব দিকে নতুন সূর্য
ওঠা বাকি। আমাদের সাহস হারালে হবে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে
হবে।"সম্মেলনে উপস্থিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
আলেম সমাজের প্রতি সোশ্যাল লিডারশিপ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন,
সমাজ গঠনে আলেমদের মসজিদের বয়ান-বক্তৃতা বাদেও ভূমিকা নিতে হবে এবং সকল সামাজিক কার্যক্রমে
আলেমদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।আমার দেশ পত্রিকার
সম্পাদক ও সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন
হয়েছে। তিনি এটিকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং কালচারাল বিপ্লব হিসেবে দেখেন।
তিনি স্মরণ করিয়ে দেন যে জুলাই বিপ্লবে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ভুলে গেলে চলবে
না এবং বাঙালি মুসলমানদের আত্মপরিচয় এই বিপ্লবের মাধ্যমে নতুন করে বুঝতে শেখা গেছে।জনপ্রিয় ইসলামিক
আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের এদেশে ৫০ বছর ধরে দমিয়ে রাখার
এক অপচেষ্টা চলে আসছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, "আল্লাহর সৃষ্ট দীনকে যত
বেশি দমন করার চেষ্টা হয় তা তত বেশি বিকশিত হয়।" তিনি জাতি গঠনে আলেম-ওলামাদের
গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।সম্মেলনে বক্তারা
একমত হন যে, তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে
দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবেন।
সর্বশেষ বলতে
গেলে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেবল একটি মিলনক্ষেত্র নয়, বরং প্রতিষ্ঠান ও সমাজের
উন্নয়নে কাজ করার একটি সক্রিয় মঞ্চ হিসেবে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত