প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
নদীপথে কম্বল পাচার: ২০০ পিস কম্বলসহ একজনকে আটকা
তোফায়েল আলম ভূঁইয়া, দুর্গাপুর প্রতিনিধি ||
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও দুইজন
নামসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে
আটককৃত পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে উপজেলার সোমেশ্বরী নদীর
চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালানো হয়।আটক ব্যক্তি উপজেলার চৈতাটি এলাকার
সোহেল মিয়া (৪৮)। মামলার অন্যান্য আসামি হলেন, উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল
ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)।পুলিশ জানায়, সোমেশ্বরী নদীপথে
ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে ভারতীয় কম্বল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালাতে থাকে।এ সময় সোহেল মিয়াকে আটক করা হয়।
জব্দ করা হয় ইঞ্জিনচালিত নৌকা ও ২০০ পিস ভারতীয় কম্বল, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ
১৫ হাজার টাকা।পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে
ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এইসব ভারতীয় কম্বল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে
আসছিল এই চক্রটি।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো
হয়। মামলা দায়েরের মাধ্যমে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত