প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন: মাহবুবুর রহমানা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
জাতীয়তাবাদী
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে
মনোনয়নপ্রত্যাশী মাহবুবর রহমান বলেছেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হলে দ্রুত
নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দুঃশাসনমুক্ত বাংলাদেশ
গড়ে তোলা হবে।’আজ শনিবার (১ নভেম্বর)
রাজধানীর গুলশানে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, ‘একটি
মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।আগে নাকি গণভোট হতে হবে। বাংলাদেশের
মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
আগামীর বাংলাদেশ হবে দুঃশাসনমুক্ত বাংলাদেশ। তিনি
জোর দিয়ে আরও বলেন, ‘আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত
হবে। এই নির্বাচন কেউ থামিয়ে রাখতে পারবে না, ইনশাল্লাহ। দেশের শতভাগ মানুষ
নির্বাচন চায়। দেশ একটা জায়গায় থেমে আছে।সবাই দমবন্ধ অবস্থায় রয়েছেন। এই
অবস্থা থেকে বাঁচতে হলে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং গণতান্ত্রিক ব্যবস্থায়
ফিরতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন।’ বিএনপির নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের
কথা উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, ‘সারা দেশে বিএনপির নেতাকর্মীরা ১৮ বছর অনেক
কষ্ট করেছেন। আমাদের নেত্রী সুস্থ অবস্থায় জেলে গেছেন, অসুস্থ হয়ে বের হয়েছেন।
আমাদের নেত্রী ছয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।আমাদের
হাজার হাজার নেতা গুম হয়েছেন, মামলা খেয়েছেন। ঘরে থাকতে পারেননি।’
তিনি
আরো বলেন, ‘ইলিয়াস আলীসহ আমাদের যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছেন, তাদের ঋণ
আমাদের শোধ করতে হবে। তাদের ঋণ শোধ করতে হলে এই দলকে কেউ ভাগ করতে পারবে না। এটাই
আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।’
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত