প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
বগুড়া-২ (শিবগঞ্জ): চায়ের আড্ডায় এখন আলোচনায় ধানের শীষা
আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধি ||
জনতার ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে মীর শাহে আলমের ধানের শীষ, গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে উঠছে গণজোয়ারবগুড়ার শিবগঞ্জ উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দিন দিন বাড়ছে ধানের শীষের প্রতি জনসমর্থন। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামের মোড়, বাজার ও সামাজিক সমাবেশ সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম।স্থানীয়রা বলছেন, মীর শাহে আলমের নম্র ব্যবহার, এলাকায় দীর্ঘদিনের সাংগঠনিক কাজ এবং জনকল্যাণমূলক ভূমিকার কারণেই সাধারণ মানুষের আস্থা ক্রমেই বাড়ছে।সব বয়সী মানুষের মুখে মুখে এখন একটাই কথা “পরিবর্তনের প্রতীক ধানের শীষ, উন্নয়নের নেতৃত্বে মীর শাহে আলম।”উপজেলার সর্বত্র ধানের শীষের পক্ষে এই গণজোয়ারকে অনেকেই বলছেন “মানুষের হৃদয়ের ভোট আগেই পড়ে গেছে।”
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত