প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
চালু হলো আধুনিক সুবিধার নতুন কারাগার, ১০০ বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে সীমিত পরিসরে কার্যক্রম শুরুা
মো: মিরাজ শেখ , খুলনা প্রতিনিধি ||
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ শনিবার (১ নভেম্বর-২০২৫) থেকে সীমিত পরিসরে চালু হলো খুলনার নবনির্মিত আধুনিক জেলা কারাগার। পুরাতন কারাগার থেকে প্রথম ধাপে ১০০ জন সাজাপ্রাপ্ত বন্দিকে (কয়েদি) স্থানান্তরের মাধ্যমে এই নতুন কারাগারের কার্যক্রম শুরু হয়েছে।বেলা সাড়ে ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে সাজাপ্রাপ্ত কয়েদিদের পুরাতন কারাগার থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে খুলনা বাইপাস সড়কের পাশে নবনির্মিত এই কারাগারে আনা হয়।কারা কর্তৃপক্ষ নতুন কারাগারে স্থানান্তরিত কয়েদিদের ফুল দিয়ে বরণ করে নেয়।এ সময় খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কারাগারটির ধারণক্ষমতা সর্বোচ্চ ৪ হাজার। কারাগারটি ৩০ একর জমির ওপর নির্মিত। নির্মাণ ব্যয় ২৮৮ কোটি টাকা।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত